মঙ্গলবার, ডিসেম্বর ২৪

টস জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

0

স্পোর্টস ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের ১৪তম ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা কোনো জয়ের মুখ দেখেনি। আজ সোমবার টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। ওয়ানডেতে এখন পর্যন্ত ১০২ বার মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও অস্ট্রেলিয়া। এর মধ্যে জয়ের পাল্লা ভারী অস্ট্রেলিয়ার। ৬৩টি জয় পেয়েছে অজিরা। আর ৩৫টিতে শ্রীলংকা। চারটি ম্যাচ পরিত্যক্ত হয়।

অস্ট্রেলিয়া একদশ : প্যাট কামিন্স (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্কাস স্টয়নিস, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক।

শ্রীলঙ্কা একাদশ : কুশল মেন্ডিস (অধিনায়ক), কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, দুনিথ ভাল্লালাগে, মহেশ থিকশানা, দিলশান মাদুসাংকা, লাহিরু কুমারা।

Share.