শুক্রবার, জানুয়ারী ২৪

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল ইংল্যান্ড

0

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড। সেমির আশা বাঁচিয়ে রাখতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই ইংলিশদের। অন্যদিকে নিজেদের মাটিতে বিশ্বকাপে রীতিমতো উড়ছে টিম ইন্ডিয়া। ৫ ম্যাচের সব কটিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে রোহিত-কোহলিরা। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া ইংল্যান্ডের বিপক্ষেও সে ধারা অব্যাহত রাখতে চায় তারা। এখন পর্যন্ত বিশ্ব আসরে ভারতের বিপক্ষে ৮ ম্যাচে ৪ জয় পেয়েছে ইংল্যান্ড, আর ভারতের জয় ৩টিতে। তবে ওয়ানডে ক্রিকেটে আবার এগিয়ে ভারত। ১০৬ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে এই দু’দল। ৫৭ ম্যাচে জয় আছে ভারতের আর ইংল্যান্ডের জয় ৪৪টিতে। দুই দলই তাদের একই একাদশ নিয়ে মাঠে নেমেছে।

ভারত একাদশ রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

ইংল্যান্ড একাদশ জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।

Share.