টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, আজ মাঠে নামছেন এনামুল

0

স্পোর্টস রিপোর্ট: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রায় তিন বছর পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামছেন এনামুল হক বিজয়। তাকে দলে নিতে বাদ দেওয়া হয়েছে বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্তকে। শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে। এই ম্যাচ দিয়ে ওয়ানডে ফরম্যাটের একাদশে ফিরলেন এনামুল হক। যে ফরম্যাটে সবচেয়ে বেশি ভালো পারফরম্যান্স ছিল তার, সেই ওয়ানডে সংস্করণে অবশেষে খেলার সুযোগ পেলেন ডানহাতি ব্যাটার। টি-টোয়েন্টি সিরিজ হারায় ৫০ ওভারের সিরিজে ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ। অবশ্য ওয়ানডে ফরম্যাটে অতীত সাফল্য আত্মবিশ্বাসের পারদ বাড়িয়ে দিচ্ছে তামিমদের। জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৩ সালের পর কোনও সিরিজে হারেনি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোনও দলের বিপক্ষে এমন ধারাবাহিকতা লাল-সবুজ জার্সিধারীদের আর নেই। আজ জিততে পারলে সেই সংখ্যা ২০ দাঁড়াবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১১ ওভারের ৫৫ রান বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (অধিনায়ক ও উইকেটকিপার), ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাদেভেরে, তারিসাই মুসাকান্দা, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জঙ্গোয়ে, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা, ওয়েলিংটন মাসাকাদজা।

Share.