বুধবার, জানুয়ারী ২২

টাইগারদের নিয়ে স্টার স্পোর্টসের ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন!

0

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-ভারতের টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ সামনে রেখে টাইগারদের নিয়ে ব্যঙ্গাত্মক বিজ্ঞাপন তৈরি করেছে স্টার স্পোর্টস। বিজ্ঞাপনে ভারতীয় সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগকে বলতে শোনা গেছে, এখানেই এত উড়ছে, যদি টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো জিতে যায়; তা হলে যে কি করবে কে জানে? কারণ টি-টোয়েন্টিতে কখনই ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ। মূলত সেটিকে থিম করে এ প্রমো ভিডিও বানিয়েছে স্টার স্পোর্টস। সোশ্যাল মিডিয়া টুইটারে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক ভিডিও প্রমো পোস্ট করেছে স্টার স্পোর্টস। তাতে ক্যাপশনে তারা লিখেছে- জনস্বার্থে জারি করা বীরেন্দ্র শেবাগের বার্তা- পেটিএম টি২০ ট্রফি #INDvBAN-এ হারা যাবে না!

প্রসঙ্গত, ৩ নবেম্বর নয়াদিল্লিতে গড়াবে দুদলের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

Share.