স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টাইগারদের সামনে লক্ষ্য এ ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা। তবে স্বাগতিক জিম্বাবুয়েরও লক্ষ্য এ ম্যাচ জিতে সিরিজ হার এড়ানো। দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সৌম্য সরকার ও নাঈম শেখের জোড়া ফিফটিতে সিকান্দার রাজার দলকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। এবার লক্ষ্য টি-টোয়েন্টি শিরোপা জয় করা।সিরিজ চলাকালে জিম্বাবুয়েতে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে সফর শেষ না করেই দেশে ফিরে আসছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এর আগে পারিবারিক কারণে দেশে ফিরে এসেছেন মুশফিকুর রহিম। আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালও চোটের কারণে ছিটকে গেছে। ইনজুরির কারণে লিটন দাসকে ঝুঁকিমুক্ত রাখতে প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে পাঠায়নি টিম ম্যানেজমেন্ট। তবে এ ম্যাচে লিটনকে বিশ্রাম দিয়ে অভিষেকের অপেক্ষায় থাকা শামীমকে পাটোয়ারীকে মাঠে নামাতে পারে দল।দ্বিতীয় ম্যাচেও তরুণদের ওপর ভরসা রাখতে হবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে।পূর্ণাঙ্গ সিরিজ খেলতে প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে গেছে বাংলাদেশ দল। সফরের একমাত্র টেস্টে জয় পেয়েছে টাইগাররা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে তারা।
টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি
0
Share.