বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

টাইগাররা এত খারাপ খেলবে সেটা ভাবিনি: পাপন

0

স্পোর্টস ডেস্ক: ভারত সফরে দুই টেস্টের প্রথম ম্যাচে তিন দিনেই হেরে গেছে বাংলাদেশ। টেস্টে ভারতের বিপক্ষে বাংলাদেশ যে হারবে এটা অনুমেয় তবে এত বাজে ভাবে হারবে সেটা ভাবেনি কেউই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনও আশা করেননি এত খারাপ খেলবে টাইগাররা। টেস্ট ক্রিকেটে ভারত বাংলাদেশের চেয়ে অনেক ভালও দল। তবে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে এত কাছে দিয়ে হেরে যাবে বাংলাদেশ। নাজমুল হাসানের আশা ছিল, এবার অন্তত ভারতের বিপক্ষে সিরিজ জেতার। ‘আশা ছিল টি-টোয়েন্টি সিরিজে জিতব। এর আগে তিনবার খুবই কাছে গিয়ে, শেষ মুহূর্তে হেরে গিয়েছি। বিশ্বকাপ বলেন, নিদাহাস ট্রফি বলেন এমনকি এশিয়া কাপের ফাইনালেও। বিশেষ করে নিদাহাস ট্রফি ও বিশ্বকাপের ম্যাচটায় হারার কোনও কারণই নেই। যাই হোক, সেদিক থেকে আমার মনে প্রাণে বিশ্বাস ছিল, এই সিরিজটা অন্তত জিতব।’ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়ে দারুণ শুরুর পর দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটে হেরে যায় বাংলাদেশ। কিন্তু শেষ ম্যাচে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও হেরে যাওয়ায় ব্যথিত বিসিবি প্রধান। তিনি বলেন, ওই ম্যাচে হারের পর ঘর থেকেই বের হননি ক’দিন। ‘প্রথম ম্যাচটা দুর্দান্ত ভাবে জিতেছি, দ্বিতীয় ম্যাচে ওরা ভাল খেলেছে, জিতেছেও। কিন্তু শেষ ম্যাচটা এখনও মেনে নিতে পারছি না। এই ম্যাচে হারের পর আমি বাসা থেকেই বের হইনা।’ দলের তরুণ ওপেনার নাঈম শেখের ৮১ রানের ইনিংস স্বত্বেও দলের সিনিয়র খেলোয়াড়দের ব্যর্থতায় ম্যাচটা জেতা হয়নি বাংলাদেশের। পাপন নাঈমকে প্রশংসায় ভাসালেও সিনিয়র ক্রিকেটারদের উপর নাখোশ। ‘আমি মানতেই পারছি না, যেখানে নাঈমের মতো নতুন একটা ছেলে রান করতে পারে, মিঠুন রান পায় কিন্তু দলের সবচেয়ে অভিজ্ঞ সৌম্য, রিয়াদ, মুশফিক, লিটন এরা কিছুই পারল না। ওরা যদি দশ করেও রান করতে পারত ম্যাচটা হারতাম না।’

Share.