বুধবার, জানুয়ারী ১

টাকা,তাসখেলার সরঞ্জমসহ,৭ জুয়াড়ী আটক

0

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে টাকা, তাসখেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়ি কে আটক করেছে । এ ঘটনায় থানায় মামলা হয়েছে । আটককৃতদের বুধবার দুপুরে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যজিট্রেড আদালতে প্রেরন করা হয়েছে। জানা যায়, পাইকগাছা থানার এসআই অনিষ মন্ডলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ারের আবুজারের লীজ ঘেরের বাসা থেকে তাস,টাকা ও জুয়ার সরঞ্জামসহ ৭ জুয়াড়ী কে আটক করে । আটককৃতরা হলো দেবদুয়ার গ্ধসঢ়;ৰামের আজিজ মোল্লার ছেলে রাসেদ, জামাল সরদারের ছেলে সাইদ, হাকিম সরদারের ছেলে রাসেল, লতিফ গাজীর ছেলে মোজাত আলী, ইউনুস সরদারের ছেলে মুক্তাজুল,খোকন গাজীর ছেলে কালু গাজী ও শেখ শওকত আলীর ছেলে নাইম। জুয়াড়ীদের নামেএস আই অনিষ মন্ডল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ১০ তাং ৮/৭/২০ । ওসি এজাজ শফী জানান ,জুয়াড়ী দের নামে নিয়মিত মামলা রুজু করে আসামীদের আদালতে পাঠানো হয়েছে ।

Share.