টাকা আছে তাই ভারতের নিয়ন্ত্রণে বিশ্বক্রিকেট: ইমরান খান

0

স্পোর্টস ডেস্ক: ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড। তাই বিসিসিআই বিশ্বক্রিকেট নিয়ন্ত্রণ করে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করেছে। পাকিস্তানের ক্রিকেটমহলের পাশাপাশি ইসিবি, নিউজিল্যান্ড ক্রিকেটের পদক্ষেপে হতাশা প্রকাশ করেছেন ইমরান খান। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে কেউ এরকম করার সাহস পাবে না। কারণ, বিসিসিআই এর আর্থিক ক্ষমতা আছে। ইংল্যান্ডের আচরণ হতাশাজনক। আমার মনে হয়, ইংল্যান্ডে এখনও এই মনোভাব রয়েছে যে ওরা পাকিস্তানের মতো দেশে খেলে বিশেষ উপকার করে। এর একটা কারণ হল অর্থ।’ ইমরান আরও বলেন, ‘এখন অর্থই সবচেয়ে বড় খেলোয়াড়। ক্রিকেটারদের ক্ষেত্রে এটা যেমন সত্যি, তেমনই ক্রিকেট বোর্ডগুলির ক্ষেত্রেও। ভারতের কাছে অর্থ আছে, তাই ভারতই এখন বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করছে। ভারত যেটা বলে, ঠিক সেটাই হয়। কোনো দেশের ক্রিকেট বোর্ডই ভারতের বিরোধিতা করতে পারে না, কারণ ওরা জানে, আর্থিক স্বার্থ জড়িয়ে আছে। ভারত অর্থের জোগান দিতে পারে। এবারের টি-২০ বিশ্বকাপ ভারতে হওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে এই প্রতিযোগিতা ভারত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, ওমানে হবে টি-২০ বিশ্বকাপ। ভারত-পাকিস্তান একই গ্রুপে আছে। ২৪ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। তার আগে উত্তেজনার পারদ চড়ছে। এরই মধ্যে ভারতকে হারাতে পারলে পাকিস্তানি ক্রিকেটারদের ব্ল্যাঙ্ক চেক দেয়ার ঘোষণা দিয়েছেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা।

Share.