টানা ৩২ ম্যাচে অপরাজিত আছেন ইগা শোয়ানতেক

0

স্পোর্টস রিপোর্ট: নারী টেনিসে পোলিশ তারকা ইগা শোয়ানতেক সবমিলিয়ে টানা ৩২ ম্যাচে অপরাজিত আছেন । সোমবার চীনের ঝেং কিনওয়েনকে ২-১ সেটে হারিয়ে পৌঁছে গেছেন ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে। এবারের আসরের শুরু থেকে নারী এককে একের পর এক নক্ষত্রের পতন ঘটলেও অবিচল শোয়ানতেক। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাউন্ড কোনো সেট না হেরেই পার করেছেন তিনি। তবে চতুর্থ রাউন্ডে এসে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি। চীনের কিনওয়েন অদম্য গতিতে ছুটে চলা শোয়ানতেককে মাটিতে নামানোর চেষ্টা করেছিলেন। কিনওয়েনের কাছে ম্যাচের প্রথম সেটেই টাইব্রেকারে ৭-৬ (৭-৫) গেমে হেরে যান ২০ বছর বয়সী পোলিশ সেনসেশন। এতে তার টানা ২০ সেট জয়ের রেকর্ড ভাঙ্গে। তবে এরপর দাপটের সঙ্গে টানা দুই গেম ৬-০ এবং ৬-২ ব্যবধানে জিতে নিজের টানা জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখেন শোয়ানতেক। চতুর্থ রাউন্ডের এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ২০ বছর বয়সী এই টেনিস তারকার। ২০২০ সালে এই ফ্রেঞ্চ ওপেনেই ক্যারিয়ারের প্রথম এবং একমাত্র গ্র্যান্ডস্লাম জিতেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা শোয়ানতেক। কোয়ার্টার ফাইনালে তার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা।

 

 

Share.