বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

টানা ৮ ম্যাচ পর অবশেষে হারের মুখ দেখল ইন্টার মায়ামি

0

স্পোর্টস রিপোর্ট: টানা ৮ ম্যাচ পর অবশেষে হারের মুখ দেখল ইন্টার মায়ামি। আজ বৃহস্পতিবার (৩০ মে) মেজর লিগ সকারে দলের মহাতারকা লিওনেল মেসি গোল পেলেও আটলান্টা ইউনাইটেডের কাছে ৩-১ গোলে হেরেছে দলটি। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে এদিন বল দখলে দাপট দেখালেও আক্রমণে বেশ এগিয়ে ছিল আটলান্টা। তবে প্রথম গোলের জন্য দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। সাবা লবজিনিচ ৪৪ মিনিটে ভাঙেন ডেডলক। এরপর টানেল থেকে ফিরে ৫৯তম আবারও গোল করেন এই জর্জিয়ান মিডফিল্ডার। এরপরই এক গোল শোধ দেন মেসি। ৬২তম মিনিটে ডি বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে বল জালে জড়ান এই আর্জেন্টাইন। এই গোলে মিয়ামির ম্যাচে ফেরার সম্ভাবনা জাগলেও ৭৩ মিনিটে তা নিভিয়ে দেন জামাল তিয়ারে। তার গোলেই লিগে ১০ ম্যাচ পর হার নিশ্চিত হয় মায়ামির। তবে এই হারের পরেও ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে মায়ামি। ১৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৩৪। ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা সিনসিনাটি অবশ্য খেলেছে একটি ম্যাচ কম।

Share.