ডেস্ক রিপোর্ট: টিকা উৎপাদন ও অনুমোদনের মধ্যেই সংক্রমণের ভয়াবহতা বিস্তার অব্যাহত রেখেছে করোনাভাইরাস। গেলো ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী ছয় লাখের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে জীবনঘাতি ভাইরাসটি। আর প্রাণ হারিয়েছে ১০ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বব্যাপী মোট প্রাণহানী পেরিয়েছে ১৬ লাখ সাড়ে ১১ হাজার। আর আক্রান্ত সাত কোটি ২১ লাখ সাড়ে নয় হাজারের বেশি। শুধু যুক্তরাষ্ট্রেই একদিনে শনাক্ত হয়েছে দুই লাখ ২০ হাজার। আর মারা গেছে দুই হাজার তিনশ’র বেশি মানুষ। দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকলেও দক্ষিণ কোরিয়ায় বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ। রাজধানী সিউল ও আশপাশের এলাকায় সংক্রমণ বেশি হওয়ায় সতর্কতার মাত্রা বাড়িয়েছে দেশটির সরকার। সংক্রমণের ভয়াবহতা সত্ত্বেও বড়দিন ঘিরে বিধি-নিষেধ শিথিলের পরিকল্পনা করছে ইউরোপের অনেক দেশ।
টিকা অনুমোদনের মধ্যেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা
0
Share.