টিকা কিনতে ১২ বিলিয়ন ডলার দিতে চায় বিশ্বব্যাংক

0

ডেস্ক রিপোর্ট: দরিদ্র ও উন্নয়নশীল দেশের নাগরিকদের করোনাভাইরাসের টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১২ বিলিয়ন ডলার দেয়ার পরিকল্পনা রয়েছে বিশ্বব্যাংকের। যা ব্যাংকটির বোর্ডসভায় অনুমোদনের জন্য তোলা হবে।  মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস।  এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে মালপাস বলেন, আমাদের মূল লক্ষ্য গরীব ও মধ্যম আয়ের দেশ, যেখানে করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে। উন্নত দেশেও উচ্চহারে সংক্রমণ বাড়ছে, তারা আবার দ্রুততার সঙ্গে টিকা সংগ্রহ করতে উচ্চগতিতেই ছুটছে। খুব দ্রুত এই ভাইরাসটির টিকা না পেলে করোনার সংক্রমণ অনেক দেশের আর্থিক কাঠামোকে একদম ভেঙে নিচে ফেলে দিবে; লাখ লাখ মানুষকে আবার নতুন করে দরিদ্রসীমার নিচে নামিয়ে দিবে। বিশ্বব্যাংকের এই অর্থায়ন পরিকল্পনার জন্য টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো একটা ইঙ্গিত পাবে যে তাদের চাহিদা মেটানোর মত অর্থায়ন করতে সক্ষমতা রয়েছে উন্নয়নশীল দেশের। এসব দেশে টিকা সরবরাহ করতে বিশ্বব্যাংক, ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করবে বলেও জানান তিনি।

Share.