ঢাকা অফিস: দেশে নভেল করোনাভাইরাসের টিকাদানের ক্ষেত্রে বয়সসীমা কমানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক জানিয়েছেন, ৪০ বছরের বেশি বয়স্করা টিকা নিতে পারবেন।স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক আজ রোববার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে মৌখিক নির্দেশনা দিয়েছেন বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা জানিয়েছন।এ ছাড়া টিকা গ্রহণকারী ব্যক্তির পরিবারের সদস্যরাও যাতে টিকা নিতে পারে সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।এর আগে দেশের চিকিৎসক, স্বাস্থ্য খাতের কর্মী ও সম্মুখসারীর লোকজনসহ ৫৫ বছরের বেশি বয়সীদের টিকা দেওয়ার কথা বলা হয়। এখন সেই বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনা হলো।কোভিড-১৯ মহামারিতে গত ২৭ জানুয়ারি করোনার টিকা জগতে প্রবেশ করে বাংলাদেশ। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এক নার্সের টিকা গ্রহণের পর ২৭ ও ২৮ জানুয়ারি বিভিন্ন পেশার মোট ৫৬৭ জন ফ্রন্টলাইনারকে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেওয়া হয়। টিকা নেওয়া ব্যক্তিদের পর্যবেক্ষণে রাখতে ৬ ফেব্রুয়ারি শনিবার পর্যন্ত টিকাদান বন্ধ রাখা হয়।পরে গতকাল রোববার একযোগে সারা দেশে করোনার টিকাদান শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী নিজেও গতকাল করোনার টিকা নিয়েছেন।
টিকা দেওয়ার বয়সসীমা ৪০ বছরে নামিয়ে আনা হয়েছে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
0
Share.