রবিবার, নভেম্বর ২৪

টিভি নাটকে প্রায় ৫০ কোটি টাকার মতো লোকসান হয়েছে

0

বিনোদন ডেস্ক: জনপ্রিয় টিভি অভিনেতা আহসান হাবিব নাসিম। একমাসেরও বেশি সময় হোম কোয়ারেন্টিনে আছেন। প্রথম কয়েক দিন এই ঘরে থাকাকে বেশ ইনজয় করেছেন বলে জানান। তিনি বলেন,লকডাউনের প্রথম কয়েকদিন ভালো ছিলাম। তবে এখন এটি নিয়ে বেশ চিন্তিত। হোম কোয়ারেন্টিনে কিভাবে সময় কাটছে? নাসিম বলেন, ফোনে, ভিডিও কলে সবার সাথে কথা বলে খোঁজ খবর নিচ্ছি। যেহেতু অভিনয় শিল্পী সংঘের একটি গুরুত্বপূর্ণ পদে আছি। তাই সবার খোঁজ-খবর রাখতে হচ্ছে।এছাড়া আমার সন্তানদের সময় দিচ্ছি। একইসঙ্গে কখনো রান্না করছি। কখনো বাসার কাজে সহযোগিতা করছি। করোনা ভাইরাসের এই পরিস্থিতিতে টিভি নাটকে কেমন লোকসান হচ্ছে বলে মনে করেন? নাসিম বলেন, নাটক সেক্টরে প্রতিদিন প্রায় দেড় কোটি টাকার কাজ হয়। সেই দিক থেকে হিসেব করলে এরইমধ্যে প্রায় ৫০ কোটি টাকার মতো লোকসান হয়েছে। এটি আমাদের জন্য বড় একটি ধাক্কা বলতে পারি। বৈশাখ এবং ঈদ এই দুটো উৎসবে শিল্পীরা ঘরে বসে আছেন। অনেক শিল্পী আছেন প্রতিদিনের আয়ের ওপর নির্ভরশীল। তাদের সমস্যা হচ্ছে সেটিও বুঝতে পারছি। এই সংকট মোকাবিলার জন্য আপনারা কি কোনো প্রস্তুতি নিচ্ছেন? অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক নাসিম বলেন, আমরা বিশেষ ব্যবস্থায় নাটক নির্মাণের উদ্যোগ নিচ্ছি। তবে সেসব নাটক আগামী কোরবানি ঈদের জন্য। লকডাউন কখন শিথিল হবে, কিংবা এই পরিস্থিতির শেষ কোথায় আমরা কেউ জানিনা। আমাদের সিদ্ধান্তের জন্য কয়েকদিন আরো অপেক্ষা করতে হবে। করোনা পরিস্থিতিতে আপনার উপলব্ধি কি? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি এখান থেকে আমাদের বড় শিক্ষা হলো আমরা প্রকৃতির কাছে অনেক বেশি অসহায়। তাই প্রকৃতিকে সঠিকভাবে আমাদের কাজে লাগাতে হবে। এদিকে এই করোনা আমাদের দেখিয়ে দিলো টাকায় সব শক্তি না। দিন শেষে আমাদের পরিবারের কাছে ফিরতে হবে। পরিবারের সঠিক দায়িত্ব পালন করা আমাদের উচিৎ। মানুষ মানুষের জন্য এটিও ভোলা যাবেনা। এদিকে টিভি নাটকের বাইরে এই অভিনেতার হাতে একটি চলচ্চিত্র আছে। ‘বিরত্ব’ শিরোনামের চলচ্চিত্রে দেখা যাবে তাকে। তবে করোনার কারণে এখন এই ছবির কাজ বন্ধ আছে।

Share.