বুধবার, জানুয়ারী ২২

টিসিবি’র পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য যুক্ত করা হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

0

বাংলাদেশ থেকে টাঙ্গাইল প্রতিনিধি: বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, প্রধানমন্ত্রীর নিদের্শনায় টিসিবি’র পণ্য তালিকায় আরও কয়েকটি পণ্য যুক্ত করা হবে। এছাড়া টিসিবি’র স্থায়ী দোকান করে দেওয়া হবে, যাতে করে কার্ডধারীদের পণ্য কিনতে সারাদিন ব্যয় করতে না হয়। শুক্রবার (২২ মার্চ) টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মিলনায়তনে নিম্নআয়ের মানুষের মাঝে টিসিবি’র সম্রাট কার্ড বিতরণ এবং ডিলার, বাজার সমিতি ও অংশীজনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, টিসিবি’র ডিলারবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।

Share.