টি-টেন লিগে পুনের নেতৃত্বে নাসির হোসেন

0

স্পোর্টস ডেস্ক:  বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর। এই আসরে বেশ কজন বাংলাদেশীকে ভিড়িয়েছে দলগুলো। আট দলের টুর্নামেন্টে পুনে ডেভিলস নেন অল-রাউন্ডার নাসির হোসেনকে।শেষ পর্যন্ত নাসিরের কাঁধেই দিয়েছে দলের নেতৃত্ব ভার। নাসিরকে অধিনায়ক করার বিষয়টি নিশ্চিত করেছে পুনে ডেভিলসের অফিশিয়াল টুইটার এবং ফেসবুক পেজে।নাসির হোসেন বাংলাদেশের হয়ে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৬ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে। তবে ঘরোয়া লিগে নিয়মিত মুখ নাসির টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে।বুধবার রাতে নাসিরকে অধিনায়ক করে দলও ঘোষণা করেছে পুনে ডেভিলস। নাসিরের নেতৃত্বে পুনেতে আছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই সময়ের এক নম্বর ব্যাটসম্যান ডেভিড মালান, মোহাম্মদ আমির, চ্যাডউইক ওয়ালটনের মতো তারকারা।টুর্নামেন্টের শুরুর দিনে পুনে মুখোমুখি হবে ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে। রাত ৮টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

পুনে ডেভিলস: ডেভিড মালান (আইকন), মোহাম্মদ আমির, হার্দুস ভিলজয়েন, চ্যাডউইক ওয়ালটন, টম কোহলার ক্যাডমোর, মনির হোসেন খান, নাসির হোসেন (অধিনায়ক), ডেভন থমাস, কেনার লুইস, আসিফ খান, মোহাম্মদ বুটা, স্যাম উইসনিউস্কি, করণ কেসি, বৃত্ত অরবিন্দ, দারউইশ রাসুলি, মুনিস আনসারি ও আহমেদ রেজা।নাসিরের নেতৃত্বে পুনেতে আছে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই সময়ের এক নম্বর ব্যাটসম্যান ডেভিড মালান, মোহাম্মদ আমির, চ্যাডউইক ওয়ালটনের মতো তারকারা।

Share.