বুধবার, জানুয়ারী ২২

টেকনাফে পাঁচ কৃষককে অপহরণ করল রোহিঙ্গা সন্ত্রাসীরা, উদ্ধার-৩,নিখোঁজ-২

0

বাংলাদেশ থেকে কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে পাঁচ কৃষককে অপহরণ করে মুক্তিপণ চেয়েছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তাদের মধ্যে আহত অবস্থায় তিন কৃষককে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। অপহরণের শিকার কৃষকরা হলেন- হ্নীলা ইউনিয়নের পানখালীর প্রয়াত উলা মিয়ার ছেলে নজির আহমদ (৫০), নজির আহমদের ছেলে মোহাম্মদ হোসেন (২৭), স্থানীয় আবুল মঞ্জুরের ছেলে মো. শাহজাহান (৩৫), ঠান্ডা মিয়ার ছেলে আবু বক্কর (৪০) ও আবু বক্করের শিশুপুত্র মেহেদী হাসান (১২)। টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, স্থানীয় চেয়ারম্যানের কাছ থেকে কৃষক অপহরণের বিষয়টি জেনেছি। তিনজনকে স্থানীয়রা উদ্ধার করেছে। বাকি দুজনের খোঁজ মেলেনি। জানা গেছে একটি মুঠোফোন নম্বর থেকে কল দিয়ে মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। এ নিয়ে পুলিশ কাজ করছে।

Share.