টেক্সাসে বন্দুক হামলায় নিহত- ২

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে সোমবার এক বন্দুক হামলায় দুই জন নিহত ও অপর এক জন আহত হয়েছে। আহতকে হাসপাতালে নেওয়া হলেও তার অবস্থা সম্পর্কে কিছুই জানানো হয়নি। গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বন্দুক হামলার ঘটনা বেড়েছে। এসব ঘটনায় বন্দুক নিয়ন্ত্রণ আইন কঠোর করা নিয়ে বিতর্ক জোরালো হয়েছে। তবে অস্ত্র লবি গ্রুপগুলো আইন সংশোধনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গত বছরের অক্টোবরেও টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বাইরে একটি বন্দুক হামলার ঘটনা ঘটে। সেসময় দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সোমবারের হামলার পর এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘আমার ছেলে আজ নিরাপদ রয়েছে কিন্তু এই ক্যাম্পাসের কান্ডজ্ঞানহীনতায় বিরক্ত হয়ে গেছি’।

Share.