স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে বড় দুঃসংবাদ পেল পাকিস্তান ক্রিকেট দল। ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক বাবর আজম এবং ওপেনার ইমাম-উল হক। চোটের কারণে দলে থেকে ছিটকে পড়েছেন তারা। পাকিস্তান দলের অন্যতম নির্ভরযোগ্য এই দুই ব্যাটসম্যান ভুগছেন আঙুলের ইনজুরিতে। প্রথম টেস্টের আগে তাদের সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। তাইে এই দুজনকে ছাড়াই ঘোষণা করা হয়েছে একাদশ। টেস্টে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ইনজুরিতে পড়লেন বাবর আজম। তার পরিবর্তে বক্সিং ডে টেস্টে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন সহকারী অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। অন্যদিকে, ইমাম-উল হকের পরিবর্তে দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী ইমরান বাট। যার অভিষেক হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। এর আগে আঙুলের চোটের কারণে টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি বাবর। তাকে ছাড়া খেলতে নেমে সিরিজও হেরে গেছে পাকিস্তান।
প্রথম টেস্টে পাকিস্তান স্কোয়াড: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবিদ আলি, আজহার আলি, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ফাওয়াদ আলম, ইমরান বাট, নাসিম শাহ, মোহাম্মদ আব্বাস, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহিন আফ্রিদি, শান মাসুদ,সোহাইল খান এবং ইয়াসির শাহ।