টেস্ট স্ট্যাটাস পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট

0

স্পোর্টস ডেস্কওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্ট স্ট্যাটাসও পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তনকে পূর্ণ সদস্যপদ দিতে।এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী ক্রিকেটের চেয়ারম্যান শফিউল ইসলাম নাদেল আরটিভি নিউজকে জানান, ‘এখন থেকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেস্ট খেলতে আর কোনো বাধা নেই। বাকি দলগুলোর মতো এখন থেকে আমরা তিন ফরম্যাটেই খেলার জন্য দল তৈরি করব।’এতদিন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তান টেস্ট খেলতে পারত।২০১১ সালে অ্যামেরিকাকে হারিয়ে ওয়ানডের সদস্যপদ লাভ করে বাংলাদেশ। এরপর ২০১৮ সালে নারী এশিয়া কাপ ভারতকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল।যদিও বাংলাদেশ নারী দল এখন পর্যন্ত ওয়ানডের বিশ্বকাপে খেলতে পারেনি বাছাই পর্ব টপকে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও জিততে পারেনি কোনো ম্যাচ।

Share.