বুধবার, জানুয়ারী ২২

টোকিওর উদ্দেশে বাংলাদেশের রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

0

ডেস্ক রিপোর্ট:  বাংলাদেশের রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাপান ও সিঙ্গাপুরে আট দিনের সরকারি সফরে আজ বাংলাদেশ সময় দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এই সফরে তার সঙ্গে স্ত্রী রাশিদা খানমও রয়েছেন।রাষ্ট্রপতির জাপান যাওয়ার প্রাক্কালে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ,ক,ম, মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, ডিপ্লোমেটিক কোরের ডিন, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, জননিরাপত্তা বিভাগের সচিব, পুলিশের আইজি, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের চার্জ দ্যা এফিয়ার্সসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ তাকে বিদায় জানান। রাষ্ট্রপতি ২২ থেকে ২৪ অক্টোবর অনুষ্ঠেয় জাপানের নতুন সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকোর অভিষেক অনুষ্ঠানে যোগদান করবেন। এ ছাড়াও তিনি কসোভোর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতসহ জাপানের প্রধানমন্ত্রী কর্তৃক রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণ করবেন। জাপান থেকে ফিরতি পথে রাষ্ট্রপতি ২৫ থেকে ২৭ অক্টোবর সিঙ্গাপুর সফর করবেন। রাষ্ট্রপতি আগামী ২৭ অক্টোবর সিঙ্গাপুর এয়ারলাইন্স যোগে বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিটে দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

Share.