টোকিও অলিম্পিকে দ্বিতীয় পদক পেল ভারত

0

স্পোর্টস ডেস্ক: গত ২৪ জুলাই টোকিও অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দেন চানু সাইখোম মীরাবাঈ। তবে স্বর্ণপদক নয়, ভারোত্তোলনে রৌপ্যপদক এনে দিয়েছিলেন মীরাবাঈ। ভারোত্তোলনে ৪৯ কেজি বিভাগে চীনের প্রতিনিধি হোউ ঝিহুইর কাছে হেরে স্বর্ণ হাতছাড়া করেন তিনি। মীরাবাঈয়ের পর এবার দ্বিতীয় পদকের দেখা পেল ভারত। লাভলিনা বোরগোহাইয়ের হাত ধরে চলতি অলিম্পিকে দ্বিতীয় পদক পেল ভারত।অলিম্পিকে মেয়েদের ওয়েল্টারে চীনা তাইপের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে ৪–১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন লাভলিনা। তাতেই নিশ্চিত হলো ভারতের পদক।আজ শুক্রবার সকালে মেয়েদের ওয়েল্টারে (৬৪–৬৯ কেজি) কোয়ার্টার ফাইনালে চীনা তাইপের নিয়েন–চিন চেনকে হারিয়েছেন লাভলিনা। ফলে পদক জয় নিশ্চিত হয়েছে ভারতের এ বক্সার। অলিম্পিকের বক্সিং ইভেন্টে সেমিফাইনালে হার মানা দুজনকেই দেওয়া হয় ব্রোঞ্জ পদক।এবার সেমিতে তুরস্কের বুসেনাজ সারমেনেলির মুখোমুখি হবেন লাভলিনা। সেখানে জিতলেই পৌঁছে যাবেন স্বর্ণ জয়ের মিশনে। তবে হার মানলেও সমস্যা নেই। অন্তত ব্রোঞ্জ পদক তো পাচ্ছেনই তিনি।সেমিফাইনালে উঠে লাভলিনা বলেন, ‘কোয়ার্টার ফাইনালে জিতে দারুণ লাগছে। এবার সেমিফাইনাল জেতাই আমার লক্ষ্য। চেষ্টা করব আরও ভালো খেলতে। ভারতের জন্য স্বর্ণ জিততে চাই। সেটাই আমার আসল লক্ষ্য।’এর আগে গত শনিবার দ্বিতীয় নারী ভারোত্তোলক হিসেবে অলিম্পিকে পদক জিতলেন মীরাবাঈ। ২০০০ সালের সিডনি অলিম্পিকে ৬৯ কেজি বিভাগে এর আগে প্রথমবার ব্রোঞ্জ জেতেন কারানাম মল্লেশ্বরী।মীরাবাইয়ের সামনে দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক জেতার সুযোগ হয়েছিল। তবে, সেটা আর হলো না। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে শুটিংয়ে প্রথমবার ভারতের হয়ে সোনার পদক জিতেছিলেন অভিনব বিন্দ্রা।

Share.