ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেরপুরে স্কুল শিক্ষক নিহত

0

বাংলাদেশ থেকে মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম (৫৫) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারী) সকাল সাড়ে ৮টার দিকে গাংনীর মালসাদহ নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। একই সময়ে আহত হন স্বামী ফিরোজ আহমেদ। স্বামীর সাথে মোটরসাইকেল যোগে ওই শিক্ষক গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে একটি প্রশিক্ষণের জন্য যাচ্ছিছিলেন। নিহত শামীমা ইসলাম গাংনীর করমদি মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক। স্থানীয়রা জানান, নিহত শামীমা ইসলাম তার স্বামী ফিরোজ আহমেদের সাথে মোটরসাইকেল যোগে গাংনীতে প্রশিক্ষনের জন্য যাচ্ছিলেন। মালসাদহ ব্রীজ সংলগ্ন শোভা মটরস এন্ড মেশিনারিজ সামনে পৌছুলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন শামীমা ইসলাম। ঘটনার পরপরই ড্রাম ট্রাকসহ পালিয়ে যায় চালক ও তার সহকারী। খবর পেয়ে বামন্দী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি টীম নিহত শামীমা ইসলাম ও আহত ফিরোজ আহমেদকে উদ্ধার করে। গাংনী থানার ডিউটি অফিসার এসআই রাতুল জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share.