সোমবার, ডিসেম্বর ২৩

ট্রাকের ধাক্কায় পাঁচ অটোযাত্রীর প্রাণ গেল কুমিল্লায়

0

বাংলাদেশ থেকে কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় ট্রাকের ধাক্কায় ঝরে গেল পাঁচ তাজা প্রাণ। শুক্রবার সকাল ৬টায় জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের তুতবাগান এলাকায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার পাঁচ যাত্রী প্রাণ হারান। ময়নামতি হাইওয়ে থানার ওসি এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- অটোরিকশা চালক জুলহাস মিয়া (৬০), যাত্রী জহিরুল ইসলাম (৩৫), মো. জালাল (৩৭), সাইফুল (৩৫) এবং আলমগীর (৩৪)। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, ড্রাম ট্রাক ও অটোরিকশা দুটো গাড়িই কুমিল্লার দিকে যাচ্ছিল। ট্রাকটি দ্রুতগতিতে অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। মরদেহ থানায় রাখা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে।

Share.