বুধবার, জানুয়ারী ২২

ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

0

ঢাকা অফিস: সাভারে ট্রাক চাপায় আকাশ আহমেদ নামের (২২) শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য আশুলিয়ার শ্রীপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে কর্মরত ছিলেন। পুলিশ জানায়, বাংলাদেশ সময় গভীর রাতে আশুলিয়ার শ্রীপুর এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ওই পুলিশ সদস্য নারায়ণগঞ্জ শিল্প পুলিশ লাইনে যাচ্ছিলেন। পথে তার মোটরসাইকেলটি ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল এলাকায় পৌঁছলে পিছন থেকে দ্রুত গতির একটি পণ্যবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। পরে খবর পেয়ে সাভার হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। বিষয়টি নিশিচত করে সাভার হাইওয়ে থানার ওসি আব্দুল্লাহ হেল বাকি বলেন, এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share.