ডেস্ক রিপোর্ট: মার্কিন কংগ্রেস ভবনে সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগে দেশটির আইনসভার নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো অভিশংসিত হলেন। স্থানীয় সময় বুধবার হাউসে ২৩২-১৯৭ ভোটে অভিশংসন প্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে ট্রাম্পের দল রিপাবলিকানের ১০ জন রয়েছেন, যারা ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দিয়েছেন।হাউস অব রিপ্রেজেন্টেটিভসের ওই ১০ রিপাবলিকান সদস্য হলেন নিউইয়র্কের জন কাটকো, ইলিনয়ের অ্যাডাম কিনজিনগার, ওয়াশিংটনের জেমি হেরেরা, ওয়াশিংটনের ড্যান নিউহাউজ, ক্যালিফোর্নিয়ার ডেভিড ভ্যালেদাও, মিশিগানের পিটার মেইজার, সাউথ ক্যারোলাইনার টম রাইস, মিশিগানের ফ্রেড আপটন, ওহাইওর অ্যান্থনি গঞ্জালেজ ও ওয়াইওমিংয়ের লিজ চেনি।কেন এই ১০ জন রিপাবলিকান ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন, সেটি বিভিন্নভাবে খোলাসা করেছেন তাঁরা। সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে ওই ১০ রিপাবলিকানের বক্তব্য তুলে ধরা হয়েছে।এর মধ্যে ট্রাম্পকে অভিশংসনের পক্ষে নিউইয়র্কের জন কাটকো বলেছেন, ‘এই সহিংসতাকে মার্কিন প্রেসিডেন্টের উসকে দেওয়া আমাদের গণতন্ত্রের ভবিষ্যতের জন্য প্রত্যক্ষ হুমকি। এজন্য আমি কোনো পদক্ষেপ না নিয়ে বসে থাকতে পারি না।’মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের রিপাবলিকান সদস্য জন কাটকো। ইলিনয়ের অ্যাডাম কিনজিনজার মনে করেন, নেতাদের জবাবদিহিতার আওতায় আনতে এটি (অভিশংসন) মার্কিন জনগণের জন্য একটি জাগরণ।ওয়াশিংটনের জেমি হেরেরা বলেছেন, ‘আমার সংবিধান পড়ার নিরীক্ষায় প্রেসিডেন্টের অপরাধ অভিশংসিত হওয়ার মতো। আমি আমাদের সংবিধান, স্বতন্ত্র স্বাধীনতা, মুক্ত বাজার, চ্যারিটি, জীবন, ন্যায়বিচার, শান্তি এবং এই দেশের প্রতি বিশ্বাস রাখি। আমি দেখেছি, আমাদের এই দলটি তখনই দেশকে সবার চেয়ে সঠিকভাবে পরিচালনা করতে পারে, যখন আমরা সঠিকটি বেছে নেই। আমি মনে করি, প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর শপথের বিরুদ্ধে কাজ করেছেন।’কংগ্রেস ভবনে সংঘতিত হওয়া নৃশংস হামলার দিকে অন্ধভাবে তাকিয়ে থাকা কোনো বিকল্প নয় বলে মনে করেন ওয়াশিংটনের ড্যান নিউহাউস।
ট্রাম্পকে অভিশংসনের পক্ষে ভোট দেওয়া ১০ রিপাবলিকান যা বললেন
0
Share.