ট্রাম্পের কণ্ঠস্বরও মুছে দিল ফেসবুক

0

ডেস্ক রিপোর্ট: ডোনাল্ড ট্রাম্প- সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট নানা বিতর্কের জন্ম দিয়ে ক্ষমতা ছেড়েছেন চলতি বছরেই। তবে তার বিতর্কিত নানা কর্মকাণ্ড নিয়ে এখনও চলছে সমালোচনা। তার নামে মামলা হচ্ছে, জারি হচ্ছে নানান নিষেধাজ্ঞাও।তারই পরিপ্রেক্ষিতে এবার ট্রাম্পের একটি সাক্ষাৎকারের ভিডিও নিজেদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নিল ফেসবুক। ট্রাম্পের পুত্রবধূ লারা তার পেইজে ওই সাক্ষাৎকারটি পোস্ট করেছিলেন।‘ভয়েস অব ট্রাম্প’ বা ‘ট্রাম্পের কণ্ঠস্বর’ নামে ভিডিওটি পোস্ট করেছিলেন লারা। পরে ফেইসবুক কর্তৃপক্ষ তাকে ওই ভিডিওর জন্য সতর্কবার্তা পাঠিয়ে ভিডিওটি মুছে ফেলে।লারা একজন সাংবাদিক। ফক্স নিউজে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেন তিনি। তারই জেরে অনেক বিষয়ে শ্বশুরের সাক্ষাৎকার নিয়ে নিজের পেইজে সেই ভিডিও পোস্ট করেন।ফেসবুক লারাকে এক সতর্কতামূলক ইমেইলে জানায়- ট্রাম্পের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করার সঙ্গে সঙ্গতি রেখে তার কণ্ঠের অন্যান্য পোস্টও সরিয়ে ফেলা হবে এবং অ্যাকাউন্টের উপর বিধিনিষেধ আরোপ হবে।এর আগে জানুয়ারিতে ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের হামলার পর ৭ জানুয়ারি ফেসবুক তাদের প্ল্যাটফর্ম থেকে ট্রাম্পের অ্যাকাউন্ট সরিয়ে নেয়। এরপর টুইটার এবং ইউটিউবও ট্রাম্পকে নিষিদ্ধ করে।

Share.