বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ট্রেনের ইঞ্জিন থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

0

ঢাকা অফিস: নারায়ণগঞ্জে ফতুল্লার পাগলা রেল স্টেশনে ট্রেনের ইঞ্জিন থেকে পড়ে অজ্ঞাত(৪৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার(১৪ মে) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে দশটার দিকে মৃত ঘোষণা করে। নিহতকে নিয়ে আসা পথচারী মোঃ ইমরোজ হাসান জানান,ঢাকা থেকে ছেড়ে আসাট্রেনে ইঞ্জিনে বসা ছিল হঠাৎ ট্রেনের ইঞ্জিন থেকে নিচে পড়ে যায়,পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিল নারায়ণগঞ্জে ফতুল্লা এলাকায় থাকতেন বলে জানতে পেরেছি।নিহতে নাম পরিচয় বিস্তারিত কিছু জানা যায়নি জানার চেষ্টা চলছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Share.