ট্রেনের টিকিট ক্রয় আরও সহজ হচ্ছে

0

ঢাকা অফিস: বর্তমানে ট্রেনের টিকিট শুধু অনলাইনেই বিক্রি হচ্ছে। তবে অনলাইনে সবার পক্ষে টিকিট ক্রয় সহজ নয়।আসছে ৮ জুন থেকে কাউন্টারেও পাওয়া যাবে ট্রেনের টিকিট।মঙ্গলবার (০১ জুন) কাউন্টারে টিকিট বিক্রি সংক্রান্ত একটি নির্দেশনা বাংলাদেশ রেলওয়ে থেকে জারি করা হয়েছে।নতুন নির্দেশনা অনুসারে, আসছে ৮ জুন থেকে বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনের ৫০ ভাগ টিকিট অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে এবং অবশিষ্ট টিকিট রেলওয়ে কাউন্টারে সকাল ৮টা থেকে অগ্রিম ব্যবস্থাপনায় ইস্যু করা হবে।এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিচালন) শাহাদাত আলী সরদার গণমাধ্যমকে জানান, করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা অনুসারে, ৫০ শতাংশ যাত্রী পরিবহন করবে যাত্রীবাহী ট্রেন। এখন টিকিট বিক্রি হচ্ছে শুধু অনলাইনে। আসছে ৮ জুন থেকে অনলাইনের পাশাপাশি কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।

Share.