বুধবার, ডিসেম্বর ২৫

ট্রেনের দরজায় পা ঝুলে বসা যুবকের দুই পা বিচ্ছিন্ন

0

ঢাকা অফিস: গাজীপুরের টঙ্গী রেল স্টেশনের প্ল্যাটফর্মের দেয়ালের চাপায় ট্রেনের দরজায় পা ঝুলে বসে থাকা যুবকের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) বেলা ১২টায় টঙ্গী রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। আহত যুবক আব্দুর রহিম (৩৫) এর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলায়। টংগী রেল জংশনের রেলওয়ে পুলিশের ইনচার্জ ছোটন শার্মা জানান, ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি টঙ্গী রেল স্টেশনের ১নং লাইনে যাত্রা বিরতির করে। এসময় ট্রেনের কোচের প্রবেশমুখে বসে পা দানিতে পা ঝুলিয়ে বসেছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার আব্দুর রহিম। এ সময় ট্রেনটি ১নং লাইনে প্রবেশের সময় তার পা স্টেশনের প্ল্যাটফর্মের সঙ্গে লেগে যায়। এতে তার দুটি পা গুরুতর জখম হয়। তাৎক্ষণিকভাবে রেলওয়ে পুলিশের সহযোগিতায় তাকে টঙ্গী শহীদ আহসান উল্ল্যাহ্ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়। টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব বয় আব্দুল আউয়াল বলেন, দুপুর ১২টার দিকে ট্রেনের ওই যাত্রীকে দুই পা প্রায় বিচ্ছিন্ন অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তখন দায়িত্বরত চিকিৎসক নুসরাত জাহান এ্যানী তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাৎক্ষণিক ভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন।

Share.