ঢাকা অফিস: শ্যামপুরের জুরাইন রেল গেটে ট্রেনের ধাক্কায় মোঃ আকাশ শেখ(২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত কাঁচামাল ব্যবসায়ী। বুধবার(২৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১১ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফেরদৌস আহমেদ বিশ্বাস তিনি জানান, আমরা জানতে পেরেছি গত রাতের দিকে জুরাইন রেলগেট এলাকায় ট্রেনলাইন অসতর্কভাবে হাঁটার সময় কমলাপুরগামী ট্রেনের ধাক্কায় এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে তার পরিবারের সদস্যরা মরদেহটি সনাক্ত করেছে। পরে আমরা তার নাম ঠিকানা জানতে পারি। নিহতের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালী থানার দস্তরদিয়া গ্রামের আকবর শেখের সন্তান, বর্তমানে ,জুরান বউবাজার এলাকায় থাকতেন।নিহত জুরাইন বউবাজার এলাকায় কাঁচামাল ব্যবসায়ী ছিল বলে আমরা জানতে পারি।
ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত
0
Share.