ট্রেনের ধাক্কায় এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী নিহত

0

ঢাকা অফিস: রাজধানীর শাহজাহানপুর গুলবাগ আনসার চেকপোস্টের সামনে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় আল নাহিয়ান (সিফাত)(১৮ )নামের এক যুবক নিহত হয়েছে। নিহত এ বছরেই এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছিল। সোমবার (১৩ মে) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে মৃত ঘোষণা করেন। নিহতে বাবা আবুল হোসেন জানান, আমার ছেলে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল থেকে এই বছরেই এসএসসি পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। আজকেই আমার ছেলের জন্মদিন ছিল ও খিলগাওয়ে তার খালা রোজিনার বাসায় বেড়াতে গিয়েছিল বিকেলের দিকে খালাতো ভাইয়ের কাছে পরামর্শ নেওয়ার জন্য যে ভাইয়া কোন কলেজে ভর্তি হওয়া যায়।তারা সন্ধ্যার দিকে বাসায় নাস্তা খেয়ে দুই ভাই বের হয় খিলগাঁও রেলগেট আসা মাত্রই এশার নামাজের আজান হয়,পরে ভাইকে দাঁড়িয়ে রেখে নামাজে যায় নামাজ পড়ে এসে শুনতে পায় ঢাকা মুখি ও ঢাকা থেকে ছেড়ে আসা দুই ট্রেনের মাঝে পড়ে গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানা কৃষ্ণনগর গ্রামে।বর্তমানে যাত্রাবাড়ির নবীনগর মীর হাজিরবাগ এলাকায়।নিহত দুই ভাই এক বোন সে ছিল বড়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাক মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

Share.