সোমবার, জানুয়ারী ২০

ট্রেনের ধাক্কায় চাঁদপুরে যুবকের মৃত্যু

0

বাংলাদেশ থেকে চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর-লাকসাম রেলপথে চাঁদপুর সদরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় বাকিউল্লাহ ছৈয়াল বাক্কু (৪০) নামে যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১০টায় শহরের মৈশাদী মির্জাপুর ১৩নং ওয়ার্ড পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাকিউল্লাহ একই এলাকার ছৈয়াল বাড়ির মৃত আব্দুর রশিদ ছৈয়ালের ছেলে। ওই যুবক মানসিক ভারসাম্যহীন বলে জানান স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন বাকিউল্লাহ। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মেঘনা এক্সপ্রেস ট্রেনের রানওয়ের সময় ভাফারের ধাক্কায় শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মাথা, চোখ, হাত, পাসহ শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্নবিছিন্ন হয়ে যায়। স্থানীয়রা জানান, বাকিউল্লাহ দীর্ঘ ৮ থেকে ১০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন। প্রায়ই তিনি বোধশক্তি হারিয়ে পাগলের মতো চলাফেরা করতেন। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন। চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ উল্লাহ বাহার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ আত্মীয়-স্বজনের নিকট হস্তান্তর হরা হবে।

Share.