শনিবার, নভেম্বর ২৩

ট্রেনের সংঘর্ষে ঢাকা মেডিকেলে একই পরিবারের আহত পাচজন সদস্য

0

ঢাকা অফিস: ভৈরব রেলওয়ে স্টেশন কিশোরগঞ্জ ছেড়ে আসা ঢাকাগামী ১১ সিন্ধুর একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনের সংঘর্ষে ঢাকা মেডিকেলে একই পরিবারের আহত পাচজন সদস্য। আহতরা হলেন, মোঃ জীবন মিয়া(৪৫),মোছাঃ খাদিজা আক্তার(৩০),মোছাঃ তনিমা আক্তার(১৩), মোঃ সোয়াদ(০৮), মোঃ জিহাদ(১০),আবুল কাশেম (৫৫). সোমবার(২৩ অক্টোবর)বিকেল সাড়ে ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় দ্রুত তাদেরকে উদ্ধার করে পৌনে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন রয়েছে। আহত জীবন মিয়া জানান,আমার স্ত্রী নারায়ণগঞ্জের গাউছিয়া একটি পোশাক কারখানায় চাকরি করেন।আমরা প্রথমে নরসিংদী আমার চাচা আবুল কালামের বাসায় রাতে থেকে পরের দিন সকালে গাউছিয়া যাওয়ার কথা ছিল যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হয়েছি। তিনি আরো জানান, আমাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার সদর থানা মাটিয়া গ্রামে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মোঃ আলাউদ্দিন জানান, ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ঢাকা মেডিকেলে ছয়জন এসেছে তাদের মধ্যে একজনই একই ফ্যামিলির পাঁচজন সহ ৬ জন এসেছে।পাঁচজনের চারজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ও দুই জনকে প্রথমে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Share.