ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে- ৬

0

বাংলাদেশ থেকে ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ-সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেন ও ট্রাকের সংঘর্ষের ঘটনায় নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। ট্রেন চলাচলের সময় রেলগেটে ব্যারিয়ার না ফেলার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। গতকাল শুক্রবার (৫ এপ্রিল) সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছয়জন হলেন- বরিশালের উজিরপুর এলাকার আবুল হাওলাদের ছেলে মো. মিজান (৩২) এবং কুমিল্লার মো. আশিক, মো. আবুল খায়ের, দ্বীন মোহাম্মদ, রিফাত, সাজ্জাদ। ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ-সংলগ্ন এলাকার রেলগেটে সকালের দিকে গেটম্যান দায়িত্বরত অবস্থায় ছিলেন না। এ সময় চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেটব্যারিয়ার দাঁড় করানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হতে গেলে দুর্ঘটনায় পতিত হয়। পরে খবর পেয়ে রেললাইনের ওপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মরদেহ দুটি সরিয়ে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান ইমাম ট্রেন দুর্ঘটনায় ছয়জন নিহতের সত্যতা নিশ্চিত করেন। পুলিশ সুপার মো. জাকির হাসান বলেন, বালুবাহী ট্রাক রেল ক্রসিং করার সময় ট্রাকের পেছনের অংশে লেগে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share.