বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার ইলমদী এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে আসে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির কারও নামপরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পোশাক শ্রমিকদের বহনকারী একটি বাসে ডাকাতির চেষ্টা করছিল তারা। এ সময় তাদের আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গণপিটুনির সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, ভোর পাঁচটার দিকে ইলমদী এলাকার ওই গণপিটুনির খবর তিনি শুনতে পান সকাল ছয়টার দিকে। স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে। আহত অবস্থায় পড়ে ছিলেন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহতের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে ওসি আনিচুর। এছাড়া নিহতরা আসলেই ডাকাত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
ডাকাত সন্দেহে গণপিটুনিতে নারায়ণগঞ্জে তিনজন নিহত
0
Share.