শনিবার, নভেম্বর ২৩

ডাকাত সন্দেহে ভয়ে পালাতে গিয়ে ট্রাকচাপায় কলেজ ছাত্র নিহত

0

বাংলাদেশ থেকে গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ডাকাত সন্দেহে মোটরসাইকেল রেখে পালাতে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে জুবায়ের (১৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শনিবার রাতে চন্দ্রা নবীনগর মহাসড়কের হাজীবাড়ী ওয়ালটন কোম্পানির সামনে এ ঘটনা ঘটে। নিহত জোবায়ের বরিশাল সদর থানার শহীদুল ইসলামের ছেলে । তিনি সাভার, আশুলিয়া ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সারাদিন ঘুরাঘুরি করে রাতে বন্ধুরা মিলে দুটি মোটরসাইকেল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে চন্দ্রা বাস স্টেশনে পৌঁছে কিছুক্ষণ অবস্থান করেন তারা। সেখান থেকে রওনা দিয়ে হাজীবাড়ী, ওয়ালটন কোম্পানির সামনে পৌঁছলে দূর থেকে সড়কের ওপর একটি পিকআপ ও লোজকজন দাঁড়ানো দেখতে পান তারা। পিকাআপ দেখে ডাকাত দল ভেবে ভয়ে সড়কের পাশে মোটরসাইকেল ফেলে দৌড় দেয় জুবায়ের। এ সময় চন্দ্রা থেকে আসা অজ্ঞাত একটি ট্রাক জুবায়েরকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় জোবায়ের। এদিকে জোবায়েরের সঙ্গে থাকা বন্ধুরা ভয়ে ঘটনাস্থল ত্যাগ করে চন্দ্রা চলে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলে মোটরসাইকেলটি পাওয়া যায়নি। পরে হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সালনা হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) চান মিয়া জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে দুর্ঘটনা এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ফুটেজ পেলে জানা যাবে কী ঘটনা ঘটেছিল।

Share.