শনিবার, ডিসেম্বর ২৮

ডিএনসিসি নির্বাচন : ৮১১ কেন্দ্রের ফলাফল : আতিকুল : ২,৫৯,৯৮৫: তাবিথ : ১,৫৯,৩৬১

0

ঢাকা অফিস: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনার পালা। আজ শনিবার বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। লাদেশ সময় সকাল থেকে আবহাওয়া ভালো থাকলেও প্রতিটি কেন্দ্রেই ভোটার উপস্থিতি ছিল কম। নির্বাচন উপলক্ষে ঢাকার দুই সিটি ও নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ঢাকার দুই সিটির প্রধান সড়কে যান চলাচলের ওপর বিধিনিষেধ থাকায় কোনো পরিবহন চলাচল করেনি। এবার এই প্রথম দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয়েছে নির্বাচনে। দুই সিটির ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্রে ভোট হয়েছে। দুই সিটি মিলিয়ে মোট ভোটার ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭ জন। মেয়র, কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী সাড়ে সাতশ। ঢাকা উত্তরের ৫৪টি কেন্দ্রের মধ্যে ৪৩টিতে ধানের শীষের পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়া বা মারধর করে বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী তাবিথ আউয়ালের প্রতিনিধি মোহাম্মদ জুলহাস উদ্দিন। অপরদিকে সার্বিকভাবে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে মনে করছে নির্বাচন পর্যবেক্ষণে থাকা ইলেকশন মনিটরিং ফোরাম। অপরদিকে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া ঢাকার দুই সিটিতে ইভিএমে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Share.