বুধবার, জানুয়ারী ২২

ডিএমপির আরও ২৭ কর্মকর্তাকে বদলি

0

ঢাকা অফিস: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও ২৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই বদলি নির্দেশ দেওয়া হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ১৫ জন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার এবং ১২ জন সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। সরকার পরিবর্তনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ২৭ জন কর্মকর্তাকে বদলি করা হলো। এদের মধ্যে পাঁচ কর্মকর্তাকে কোনো দায়িত্ব না দিয়ে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

Share.