ডিজিটাল না করলে ক্যাবল অপারেটরদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা: তথ্যমন্ত্রী

0

ঢাকা অফিস: ক্যাবল অপারেটররা ডিজিটাল সম্প্রচারে না গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (৬ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে  ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার আয়োজিত ‘দ্বিতীয় সম্প্রচার সম্মেলন’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল হয়েছে। কিন্তু দুঃখজনক, সম্প্রচার মাধ্যম এখনও ডিজিটাল হয়নি। ক্যাবল অপারেটর সিস্টেমে ডিজিটালাইজড হয়নি। যখন আমি ডিজিটাল করতে বলি, তখন তারা নানা দাবি করেন। এ বছরের জুনের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে ডিজিটালাইজড করার কথা থাকলেও তা হয়নি। এ ক্ষেত্রে যদি সরকারকে কঠোর হতে হয়, তাহলে কঠোর হবো। যারা পারবেন তাদের সুযোগ দেওয়া হবে, আর  যারা পারবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ সম্প্রচার সম্মেলনের ‘নীতি সংলাপ ও কর্মী সুরক্ষা’ শীর্ষক  সূচনা পর্বে বিজেসি’র সভাপতি রেজওয়ানুল হক রাজার সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল ও বিজেসি’র উপদেষ্টা একাত্তর টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।

Share.