ঢাকা অফিস: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সেপ্টেম্বরের মধ্যে সংশোধন হবে। তবে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কোনো কথা হয়নি। বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে সফররত মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এ কথা জানান আইনমন্ত্রী। আনিসুল হক বলেন, ‘মার্কিন প্রতিনিধি দল বলেছেন, তারা সব দেশেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান।’ তিনি বলেন, ‘যে সংবিধানের ১১৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে চিফ ইলেকশন কমিশনার ও ইলেকশন কমিশনার নিয়োগের আইন করেছি, সে বিষয়ে জানিয়েছি। এটাও আমি জানিয়েছি যে, গত পঞ্চাশ বছরে বাংলাদেশে এ আইন হইনি। শেখ হাসিনার সরকার এ আইন করেছে। এ আইন এখন বাংলাদেশ ছাড়া এ উপমহাদেশের অন্য কোথাও নেই।’ আইনমন্ত্রী বলেন, ‘আমি তাদের বলেছি, বাংলাদেশে এখন বিচারহীনতার আগের সেই সংস্কৃতি নেই। এখন দেশে সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার হয় এবং তাই হবে।
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধন হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলকে আইনমন্ত্রী
0
Share.