সোমবার, জানুয়ারী ২৭

ডিবি কার্যালয়ে নেওয়া হলো বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে

0

ঢাকা অফিস: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে। রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে তাঁকে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে আনা হয়। ডিবির পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এ কথা জানানো হয়। এর আগে বিএনপির মহাসচিবের আটকের বিষয়ে দলের চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, সকাল ৯টার আগে থেকে মহাসচিবের গুলশানের বাসার সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন। সকাল সাড়ে ৯টার পর তাঁকে বাসা থেকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে বিএনপি। হরতালে রাজধানীতে গণপরিবহন চলাচল প্রায় বন্ধ রয়েছে। তবে হরতালের মধ্যে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যদিও কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি। গতকালের সংঘর্ষের ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হন। সহিংসতায় মারা যান একজন বিএনপি নেতাও। গতকাল সমাবেশের সময় বিএনপির বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগ করে পুলিশ। এছাড়া বিভন্ন পরিবহন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ করা হয়।

Share.