বুধবার, ডিসেম্বর ২৫

ডিভোর্স ইস্যু নিয়ে চিত্রনায়িকা শাবনূরের ক্ষোভ

0

ঢাকা অফিস:  চিত্রনায়িকা শাবনূর এবং অনিক মাহমুদের ডিভোর্স ইস্যু নিয়ে হইচই পড়ে যায়। সম্প্রতি এই বিষয়টি সবার সামনে আসে। গেল ২৬ জানুয়ারি স্বামী অনিককে তালাক দিয়েছেন শাবনূর। অনিকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে তাকে তালাক দেন। এদিকে কদিন আগেই শাবনূরের সব অভিযোগ অস্বীকার করেছেন অনিক। পাল্টা অভিযোগে তিনি বলেছিলেন, শাবনূর চীনা এক নাগরিককে বিয়ে করেছিল। যা তার কাছে গোপন করা হয়। তালাকের ওই নোটিশের স্বামীর বিরুদ্ধে অনেক অভিযোগ করেছিলেন শাবনূর। সেই নোটিশ ফাঁস হওয়ায় নিজের আইনজীবীর ওপর ক্ষোভ প্রকাশ করলেন তিনি। গণমাধ্যমকে শাবনূর জানান, কারও অনুমতি ছাড়া কেউ ব্যক্তিগত বিষয় প্রকাশ করতে পারেন না। আমি আমার আইনজীবীকে প্রশ্ন করলাম তিনি কেন এটি প্রকাশ্যে নিয়ে আসলেন। তিনি এ বিষয়ে কিছুই বললেন না। তিনি দাবি করেছেন, ‘বিচ্ছেদের বিষয়ে তিনি কাউকে কোনও ধরনের তথ্য দেননি।’ শাবনূরের আইনজীবী কাওসার আহমেদ জানান, তালাকের নোটিশ জনসমক্ষে প্রকাশ তিনি করেননি। সাংবাদিকরা প্রশ্ন করলে এ রকমের কোনও ঘটনা ঘটেছে কিনা? তখন তিনি ‘হ্যাঁ’ বলেছেন। তবে বিচ্ছেদের বিষয়ে তিনি কাউকে কোনও ধরনের তথ্য দেননি বলেও জানান। শাবনূরের ভাষ্য, কি হচ্ছে-না-হচ্ছে এটি বলার তো আমি কেউ না। স্বামীর সঙ্গে বিয়ে-বিচ্ছেদের আনুষ্ঠানিকতা একেবারে গোপনে করতে চেয়েছিলাম। তবে আইনজীবীর জন্য আমার দুঃখ প্রকাশ ছাড়া আর কিছু থাকছে না।

Share.