শনিবার, ডিসেম্বর ২৮

ডিম-আলু ও পেঁয়াজের পর এবার বাড়ছে ছোলা ও ডালের দাম

0

ঢাকা অফিস: গেল কয়েক মাস ধরেই অস্থির নিত্যপণ্যের বাজারে। একের পর এক পণ্যের বাড়ছে দাম। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, মসলা, আলু, ডিমের পর এবার বাড়তি দামের তালিকায় ডাল। খুচরা পর্যায়ে মসুর ডালের কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। আমদানি করা বড় আকারের মসুর ডাল ১০০ থেকে ১১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ঠিক দুইদিন আগেও ৯০ টাকা বিক্রি হয়েছিল। এছাড়া দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। আমদানি করা মুগ ডাল কেজিতে ৫ টাকা বেড়েছে। বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯৫ টাকায়। মানভেদে দেশি মুগ ডাল বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৪০ টাকা দরে। সপ্তাহখানেক ধরে ছোলার দাম বাড়তি। কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়ে বর্তমানে দাম উঠেছে ৮২ থেকে ৮৫ টাকা। একইভাবে পাইকারি বাজারে চিনির বস্তায় বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। সরকারি সংস্থা টিসিবির তথ্য মতে, গত এক মাসের ব্যবধানে মসুর ডালের দাম প্রায় ৪ শতাংশ বেড়েছে। বাজারে খোলা মসুর ডালের পাশাপাশি সুপারশপ বা বড় দোকানগুলোতে প্যাকেটজাত ডাল পাওয়া যায়। বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত মসুর ডাল প্রতি কেজি বিক্রি হয় ১৪৫ থেকে ১৭০ টাকায়। মান ভেদে মুগডাল ১০০ থেকে ১৩০ টাকা, মাষকলাই ১৬০ থেকে ১৮০ টাকা এবং ছোলার ডাল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। স্বল্প আয়ের মানুষের ডাল হিসেবে পরিচিত অ্যাঙ্কর ডালের কেজি ৭০ থেকে ৭৫ টাকা। পেঁয়াজের বাজারে স্বস্তি ফেরেনি। দেশি পেঁয়াজের কেজি ৯০ থেকে ৯৫ টাকা। আমদানি করা পেঁয়াজের কেজি ৬৫ থেকে ৭৫ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা।

Share.