শুক্রবার, জানুয়ারী ২৪

ডুবুরিকে গিলে উগড়ে দিল তিমি

0
ডেস্ক রিপোর্ট: কড অন্তরীপে একজন ডুবুরিকে পেটের ভেতরে গিলে ফেলে আবার থু থুর সঙ্গে উগড়ে দিয়েছে একটি কুঁজো তিমি। ওই ডুবুরি একজন গলদা শিকারি। তিমির উদরে যাওয়ার সময় তিনি সাগরে গলদা শিকারে ব্যস্ত ছিলেন। শুক্রবার (১১ জুন) সকালে এমন ঘটনা ঘটেছে।ওই ডুবরি বলেন, আমার মনে হয়েছিল, আমি মারা যাচ্ছি। বিবিসি ও গার্ডিয়ান এমন খবর দিয়েছে।যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ওয়েলফ্লিটের বাসিন্দা ৫৬ বছর বয়সী মাইকেল প্যাকার্ডকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর বললেন, আমি প্রভিনসটাউনের সাগরের ৪৫ ফুট গভীরে ছিলাম। তখন শরীরে বড় একটা ধাক্কা অনুভব করি। চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে গিয়েছিল।হাঙ্গর আক্রমণ করেছে বলে প্রথমে মনে হয়েছিল তার। কারণ এই জলসীমায় সব সময়ই হাঙ্গর দেখা যায়। কিন্তু শরীরে কোনো দাঁতের কামড় অনুভব করেননি। কোনো যন্ত্রণাও বোধ করেননি।তখন স্ত্রী ও সন্তানদের কথা ভাবছিলেন জানিয়ে এই ডুবুরি বলেন, আমার মনে হল, আমি তিমির পেটে। সে আমাকে গিলে খাওয়ার চেষ্টা করছে। মনে হয়েছিল, আমি মারা যাচ্ছি।৩০ সেকেন্ডের মতো তিমিটির পেটে ছিলেন তিনি। তখনও শ্বাস নিতে পারছিলেন। কারণ তখনো তার শ্বাসপ্রশ্বাস যন্ত্র সক্রিয় ছিল। তার বোন সিনথিয়া প্যাকার্ড বলেন, আমার ভাইয়ের একটি পা ভেঙে গেছে। পরে বলেন, পায়ে মারাত্মক ব্যথা পেয়েছেন।কিন্তু গলদা শিকারের পেশা ছেড়ে দিতে স্ত্রীর অনুরোধ প্রত্যাখ্যান করেছেন মাইকেল প্যাকার্ড। এই চল্লিশ বছরের ক্যারিয়ার ছাড়তে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।
Share.