শুক্রবার, জানুয়ারী ২৪

ডেঙ্গুতে মারা গেলেন জবি শিক্ষক

0

ঢাকা অফিস: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা নাসরিন বাবলী।বুধবার (৭ জুলাই) ভোরে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তার স্বামী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আব্দুল্লাহ আল মাহমুদ বাশার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।বুধবার তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সলঙ্গার কালিপুরে বাদ জোহর প্রথম জানাজা এবং বাদ আসর উল্লাপাড়ার বিজ্ঞান কলেজে অনুষ্ঠিত হবে। এরপর উল্লাপাড়ার ঝিকিড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় ২০ জুন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে আইসিইউতে নেওয়া হয়।

Share.