ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক: জাহিদ মালেক

0

ঢাকা অফিস: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, বিশ্বব্যাংক ডেঙ্গু নিয়ন্ত্রণে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে। মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ অর্থায়ন দেবে তারা। বুধবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান জাহিদ মালেক। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সাড়ে ৫০০ মিলিয়ন ডলারের ব্যবস্থা ওনারা করেছেন। আরবান হেলথের জন্য ১০০ মিলিয়ন ডলার স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেবে। রোহিঙ্গা ও স্থানীয় জনগণের জন্য ৭০০ মিলিয়ন ডলার দেবে। এটা অবকাঠামো ও সেবার জন্য ব্যবহার হবে। আগস্টের শেষে বোর্ড মিটিংয়ে এটা অনুমোদন হয়ে যাবে।’ তিনি বলেন, ‘আমরা যতটুকু সম্ভব সেবা দিচ্ছি। ৫০০ মানুষ মারা গেছেন, এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। অর্থাৎ মশা নিয়ন্ত্রণে আসেনি। মশা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, বিভিন্ন জায়গায় স্প্রে করা প্রয়োজন। সিটি করপোরেশন ও পৌরসভায় এ কাজটি আরো জোরদার করতে হবে। তারা যেন সঠিক ওষুধ ব্যবহার করেন।’ জাহিদ মালেক বলেন, ‘আশপাশের দেশে ডেঙ্গু এতো বাড়েনি। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট। কিন্তু মশা না কমলে ডেঙ্গুরোগী এবং মৃত্যু কমবে না।’

Share.