মঙ্গলবার, ডিসেম্বর ২৪

ডেমরার দেইলা এলাকায় বাসে আগুন,দগ্ধ- ২ নিহত-১

0

ঢাকা অফিস: রাজধানীর ডেমরার দেইলা এলাকায় দুর্বৃত্তরা বাসে আগুন দিলে দুইজন দগ্ধ। তারা হলেন,মোঃ রবিউল ইসলাম রবি(২০) ও মোঃ নাঈম(১৭) নামে এক জন ঘটনা স্থলে নিহত হয়েছে। শনিবার(২৮ অক্টোবর)রাত সাড়ে তিনটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় একজনকে পথচারীরা উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসলে ভর্তি দেওয়া হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.মো: তরিকুল ইসলাম জানান, ডেমরার দেইলা এলাকা থেকে একজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। তার শরীরে ১৭ শতাংশ দগ্ধ হয়েছে তার মুখ মন্ডলসহ শরীরের বিভিন্ন জায়গায় পোড়া হয়েছে তার অবস্থা গুরুত্বর বলে জানিয়েছেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ডেমরা দেইলা এলাকা থেকে একজনকে শেখ হাসিনা জাতীয় বার্নে আনা হয়েছে ও ঘটনাস্থলেই একজন মারা গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। রবিউলকে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি দেওয়া হয়েছে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি আরো জানান, দগ্ধ রবিউলের বাসা ডেমরার চার নম্বর রোড এলাকার হযরত আলীর সন্তান।পেশায় গাড়িচালক।

Share.