শুক্রবার, ডিসেম্বর ২৭

ডেমরার বাঁশেরপুল পাইটি সড়ক দুর্ঘটনার নিহত যুবকের পরিচয় সনাক্ত

0

ঢাকা অফিস: ডেমরার বাঁশেরপুল পাইটি সড়ক দুর্ঘটনার নিহত যুবকের পরিচয় সনাক্ত। নিতের নাম, মোহাম্মদ আসিফ হোসেন সুমন (২৮) । নিহতের স্ত্রী রিমা বিশ্বাস এসে তার স্বামীর লাশ সনাক্ত করে। তিনি জানান,আমার স্বামী সারুলিয়া শাখার আইএফআইসি ব্যাংকে একাউন্ট(টিএস)হিসাবে চাকরি করেন।আমিও যাত্রাবাড়ী শাখার এনআরবিব্যাংকে চাকরি করি। আজ বাসা থেকে অফিসে যাবার পথে এই সড়ক দুর্ঘটনা ঘটে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়। আমরা খবর পেয়ে মেডিকেলে জরুরী বিভাগে এসে আমার স্বামীর লাশ মারাত্মক করি। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি রাজশাহী সদর জেলার সরাইল গ্রামে মোঃ আনোয়ার হোসেনের সন্তান।বর্তমানে ডেমরা তালতলা বদিউজ্জামান হাউজে থাকি।নিহত বাবা মায়ের একমাত্র সন্তান। মা ফেরদৌসী বেগম কেঁদে কেঁদে জানান, আমার স্বামী অসুস্থ হয়ে মারা যান ।এই জানুয়ারি মাস আসলেই দুই বছর হবে। আর আমার একটা মাত্র সন্তান।

Share.