ডেস্ক রিপোর্ট: প্রাক্তন মার্কিন কংগ্রেসওম্যান এবং ২০২০ সালের রাষ্ট্রপতি পদপ্রার্থী তুলসি গ্যাবার্ড ডেমোক্রেটিক পার্টি থেকে তার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ডেমোক্র্যাটরা যুদ্ধবাজ বলে তিনি দাবি করেছেন। তিনি তার ভেরিফাইড টুইটার অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় এমন ঘোষণা দেন। প্রতিষ্ঠিত ডেমোক্র্যাটরা তাকে আগে থেকেই দল ত্যাগ করে নিজেকে রিপাবলিকান ঘোষণা করতে বলে আসছিলেন। মঙ্গলবার একটি ভিডিও বার্তায় গ্যাবার্ড বলেন, ‘আমি আর আজকের ডেমোক্রেটিক পার্টিতে থাকতে পারি না যেটি এখন যুদ্ধবাজদের অভিজাত ক্যাবলের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের দলের সহকর্মীরা ‘কাপুরুষোচিত জাগরণের মাধ্যমে চালিত যারা প্রতিটি ইস্যুকে বর্ণবাদী করে তুলে এবং শ্বেতাঙ্গ বিরোধী বর্ণবাদকে উস্কে দিয়ে আমাদেরকে বিভক্ত করে… যারা বিশ্বাস ও আধ্যাত্মিকতার লোকদের প্রতি শত্রুতা করে…যারা উন্মুক্ত সীমানায় বিশ্বাস করে… যারা জাতীয় নিরাপত্তা রাষ্ট্রকে অস্ত্র দেয় তাদের রাজনৈতিক প্রতিপক্ষের পেছনে ছুটতে এবং সর্বোপরি, যারা আমাদের পারমাণবিক যুদ্ধের আরও কাছাকাছি টেনে নিয়ে যাচ্ছে।’ জিওপির ‘আমেরিকা ফার্স্ট’ শাখার হস্তক্ষেপ বিরোধীদের অনেক মতামত শেয়ার করা সত্ত্বেও গ্যাবার্ড নিজেকে রিপাবলিকান ঘোষণা করেননি। যদিও প্রতিষ্ঠিত রিপাবলিকানদের সমর্থনে ডেমোক্র্যাটিক পার্টি সাম্প্রতিক মাসগুলিতে ইউক্রেনে ৫২ বিলিয়ন ডলারের বেশি সহায়তা পাঠানোর জন্য প্রায় সর্বসম্মতভাবে ভোট দিয়েছে। তবে ‘ন্যাটোকে শক্তিশালী করতে এবং সামরিক-শিল্পের মাধ্যমে এই যুদ্ধকে শোষণ করার’ জন্য বাইডেনের নিন্দা করেছেন গ্যাবার্ড। গ্যাবার্ডের দাবি, তার প্রাক্তন দল শ্বেতাঙ্গ বিরোধী বর্ণবাদ, উন্মুক্ত সীমানা এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষের নিপীড়নকে প্রচার করে বেড়ায়। গ্যাবার্ড দীর্ঘদিন ধরে বিদেশী সংঘাতে মার্কিনদের জড়িত থাকার এবং অর্থায়নের বিরোধিতা করেছেন। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত চার মেয়াদে তিনি আমেরিকার প্রতিদ্বন্দ্বী পরাশক্তির সঙ্গে ইসলামিক সন্ত্রাসবাদের ওপর কঠোর নীতির সংলাপের পক্ষে ছিলেন। ২০১৬ সালের ব্যর্থ রাষ্ট্রপতি প্রার্থী হিলারি ক্লিনটন ২০১৯ সালে গ্যাবার্ডকে ‘রাশিয়ান সম্পদ’ বলে অভিযুক্ত করেছিলেন। গ্যাবার্ড ক্লিনটনকে ‘ডেমোক্র্যাটিক পার্টিকে অসুস্থ করে ফেলা পচনের ব্যক্তিত্ব’ বলে অভিহিত করেন এবং প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলাও করেছিলেন।
ডেমোক্র্যাটদের যুদ্ধবাজ আখ্যা দিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা তুলসি গ্যাবার্ডের
0
Share.